Wednesday , 27 October 2021
Home / খবর / অভিনেতা মিশার মৃত্যুর গুজব

অভিনেতা মিশার মৃত্যুর গুজব


জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। ঢাকাই চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে এই তারকা অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এই সূত্র ধরে যোগোযোগ করা হয় হয় মিশা সওদাগরের সঙ্গে। ক্ষোপ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের নোংরামির কোন মানে নেই। সবার দোয়ায় আল্লার রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমার মৃত্যু নিয়ে কেউ দয়া করে গুজব ছড়াবেন না। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে কথা বলব। ’ যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি এসব বন্ধের অনুরোধ জানিয়েছেন মিশা।

সম্প্রতি মিশা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই প্রযোজক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমায় যুক্ত হন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিশা সওদাগর অভিনীত ও বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’, এম রহিম পরিচালিত ‘শান’, অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ এবং সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’, শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter