Tuesday , 19 October 2021
Home / খবর / মৃত্যুর গুজবে টিপু বললেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছি

মৃত্যুর গুজবে টিপু বললেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছি


দেশের অন্যতম ব্যান্ড ‘ওয়ারফেজ’র প্রতিষ্ঠাতা সদস্য ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু মারা গেছেন বলে গুজব ছড়িয়েছে। শুক্রবার সকালে এই গুজব ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই তাকে ফোন করে ঘটনার সতত্য জানতে চান। মূলত টিপু মারা গেছেন বলে ফেসবুকে একজন পোস্ট দিলে এই পরিস্থিতি তৈরি হয়।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে টিপু নিজেই ফেসবুকে পোস্ট করে পরে নিজের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ওই পোস্টে টিপু লেখেন, ‘আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজ সকাল থেকে বিভিন্ন ফোনে সবাই আমাকে নিয়ে চিন্তিত দেখে অবাকই হলাম। জানতে পারলাম আজ সকালে নাকি একজন পোস্ট করেছে আমি মারা গেছি। কিন্তু উনি না জেনে ভুলবশত এই পোস্টটি করেছেন। আমার সাথে কথা হয়েছে, উনি ক্ষমা চেয়ে পোস্টটি সরিয়ে ফেলেছেন।’

টিপু আরও লেখেন, ‘দয়া করে এসব ভুল তথ্যে বিচলিত হবেন না। সবার উদ্দেশে বলছি-আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছি। সবাই এই সময়ে বাসায় থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

শেখ মনিরুল আলম টিপু ‘ওয়ারফেজ’র দলনেতা ছাড়াও গত ৩০ বছর ধরে বাংলাদেশ মিউজিকাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবার) নানা দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সালে তিনি সংগঠনটির কোষাধ্যক্ষ ও বর্তমানে সহ -সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter