Thursday , 28 October 2021
Home / খবর / গায়ক তপন চৌধুরী করোনায় আক্রান্ত

গায়ক তপন চৌধুরী করোনায় আক্রান্ত


ঢাকা, ১০ এপ্রিল – করোনায় আক্রান্ত হয়েছেন দেশের স্বনামধন্য গায়ক তপন চৌধূরী ৷ গতকাল ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিজেই এ তথ্য জানিয়েছেন শিল্পী।

তিনি বলেন, `বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভাল আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।`

আরও পড়ুন : জনপ্রিয় র‌্যাপার ডিএমএক্স আর নেই

তপন চৌধুরী পরিবারসহ কানাডায় প্রবাস যাপন করলেও গান ও শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গাওয়ানোর আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি।

এন এইচ, ১০ এপ্রিল

web hit counter