Wednesday , 30 November 2022
Home / খবর / উড়াল দেওয়ার অপেক্ষায় ববি

উড়াল দেওয়ার অপেক্ষায় ববি


চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আসেন তিনি। ‘খোঁজ-দ্যা সার্চ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘বৃদ্ধাশ্রম’ ও ‘নীলিমা’। নতুন কয়েকটি সিনেমার পরিকল্পনাও চূড়ান্ত। সবকিছু করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে।

এদিকে, দেড় বছর ধরে পরিবার থেকে দূরে আছেন ববি। করোনার কারণে পরিবারের সঙ্গে দেখা হয় না তার। সরকারের অনুমিত মিললেই উড়াল দিবেন অস্ট্রেলিয়া।

ববি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সরকারের অনুমতি পেলেই অস্ট্রেলিয়া যাব। জীবনে এত লম্বা সময় পরিবারের কাউকে চোখের সামনে না দেখে থাকিনি। দেড় বছর শুধু ভিডিও কলে কথা হয়। খুব ইচ্ছে করে, মায়ের আঁচলে মুখটা লুকিয়ে থাকি কিছুক্ষণ। মায়ের শরীরের ঘ্রাণ তো আর ভিডিও কলে পাই না। আরও মিস করছি মায়ের রান্না করা খাবার।’

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter