Thursday , 28 October 2021
Home / খবর / এখনও সুস্থ আছি এটাই সবচেয়ে বড় কথা: ঐশী

এখনও সুস্থ আছি এটাই সবচেয়ে বড় কথা: ঐশী


মিস ওয়ার্ল্ড মুকুট জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ প্রথম চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। কিন্তু অভিষেকেই তিনি মুখোমুখি হলেন মহামারির। করোনাভাইরাসের প্রকোপের কারণে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

এরপর কেটে গেছে এক বছর। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। করোনাভাইরাস যে হারে বাড়ছে তাতে আসছে ঈদে মুক্তি নিয়েও আছে সংশয়। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘আদম’ সিনেমাটি।

করোনার শুরু থেকেই ঘরবন্দি ঐশী। কিভাবে সময় কাটছে জানতে চাইলে তিনি বলেন, এখনও সুস্থ আছি এটাই সবচেয়ে বড় কথা। অনেক বেদনার খবরের মাঝেও আল্লাহ পরিবার-পরিজন নিয়ে ভালো রেখেছেন। এ সময় বই পড়ে, নাটক-সিনেমা দেখে সময় পার করছি।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter