Tuesday , 19 October 2021
Home / খবর / আইসোলশনে থেকে দোয়া চাইলেন আলিয়া ভাট

আইসোলশনে থেকে দোয়া চাইলেন আলিয়া ভাট


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশকিছু দিন ধরেই হোম কোয়ারেন্টাইনে ভারতের অভিনেত্রী আলিয়া ভাট। নিজের জন্মদিনের দিন কয়েক পরেই করোনা আক্রান্ত হন আলিয়া৷

হোম আইসোলশনে থাকা আলিয়া নিজের বেশ কয়েকটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লিখে জানান, আপাতত ভালো আছেন তিনি৷

আলিয়া লেখেন, ‘সবাই জানেন আমি করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে। আমি ডাক্তারের কথা মতো সকল নিয়ম কানুন মেনে চলছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা প্রার্থনা করুণ আমি যেন তাড়াতাড়ি ইতিবাচক কোন ফলাফল পাই।’

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter