Tuesday , 19 October 2021
Home / খবর / করোনার টিকা নিলেন তারিক আনাম

করোনার টিকা নিলেন তারিক আনাম


ঢাকা, ১১ এপ্রিল – করোনার টিকা নিলেন দেশের গুণী অভিনেতা ও মুক্তিযোদ্ধা তারিক আনাম খান। ১০ এপ্রিল রাজধানীর তেঁজগাওয়ে ইএনটি হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টিকা নেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে যত্ন সহকারে তাকে সেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারিক আনাম খান।

আরও পড়ুন : ফের কোটিপতি অপূর্ব-মেহজাবীন!

ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা একটি খারাপ সময় পার করছি। আমাদের চারপাশের সর্বাধিক মানুষ ভ্যাকসিন পেলে আমরা নিরাপদ থাকবো। আজ আমার করোনা টিকার বুস্টার ডোজ ছিল। যত্ন সহকারে আমাকে সেবা দেওয়ার জন্য ডা. মামুন মোর্শেদসহ ইএনটি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। করোনার সঙ্গে লড়াই করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করুন।’

তারিক আনাম খান মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ২০১৪ সালে ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনয়শিল্পী বিভাগে এবং ২০১৯ সালে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এন এইচ, ১১ এপ্রিল

web hit counter