Wednesday , 30 November 2022
Home / খবর / দুইদিনে পবন কল্যাণের ছবির আয় ৭১ কোটি রুপি

দুইদিনে পবন কল্যাণের ছবির আয় ৭১ কোটি রুপি


হায়দ্রাবাদ, ১১ এপ্রিল – তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে পবন কল্যাণের জনপ্রিয়তা রজনীকান্তের মতোই। প্রেক্ষাগৃহে তার নতুন ছবি মুক্তি পাওয়া মানেই যেন ভক্তদের মাঝে উন্মাদনা। টিকিট বিক্রি করতে হল কর্তৃপক্ষের হিমশিম খাওয়ার অবস্থা!

প্রেক্ষাগৃহে পবনের নতুন ছবি ছিল না প্রায় তিন বছর। তাই ভক্তরা মুখিয়ে ছিল তার নতুন ছবির জন্য। এমন অবস্থায় গত ৯ এপ্রিল মুক্তি পায় পবন কল্যাণের সিনেমা ‘ভাকিল সাব’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন ‘ঝড়’ তোলে ছবি। প্রথম দিন ৪২ কোটি রুপি সংগ্রহ করে সিনেমাটি। দ্বিতীয় দিনে ‘ভাকিল সাব’-এর সংগ্রহ ২৯ কোটি রুপি। সেই হিসাবে দুদিনে এ সিনেমার আয় দাঁড়িয়েছে ৭১ কোটি রুপি। আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো ব্যবসা করছে এ সিনেমা।

আরও পড়ুন : বাড়ছে করোনার সংক্ৰমণ, বন্ধ হল ‘পাঠান’ এর শ্যুটিং!

ফিল্মিবিট ডটকমের খবর, পবন কল্যাণের এ সিনেমা ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে বেশি দিন লাগবে না।

সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেণু। পবন কল্যাণ ছাড়াও এতে রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এস থমন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু।

এন এইচ, ১১ এপ্রিল

web hit counter