Thursday , 28 October 2021
Home / খবর / করোনা টিকার দ্বিতীয় টিকা নিলেন জেমস

করোনা টিকার দ্বিতীয় টিকা নিলেন জেমস


করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন দেশের শীর্ষ রকস্টার নগর বাউল জেমস! রোববার (১১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা গ্রহণ করেন তিনি।

জেমস এদিন খুব সাদা-মাঠা পোশাকে হাসপাতালে হাজির হন। তার গায়ে ছিলো কালো টি-শার্ট ও পরনে ছিলো সুতি ট্রাউজার।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস। কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে ১০ ফেব্রুয়ারি প্রথমবার করোনার টিকা নিয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ডোজ টিকা নিলেন জেমস।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter