Tuesday , 19 October 2021
Home / খবর / টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস

টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস


ঢাকা, ১২ এপ্রিল – করোনা ভাইরাস প্রতিরোধমূলক টিকার দ্বিতীয় ডোজ নিলেন রকস্টার মাহফুজ আনাম জেমস।

রবিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন তিনি।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত হলেন মিতা হক

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জেমস নিজেই উদ্যোগী হয়ে গত ১০ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দুই মাস পর আজ ১১ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার প্রথম ডোজ নেওয়ার পর জেমসের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ডোজের পরও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

এন এইচ, ১২ এপ্রিল

web hit counter