Thursday , 28 October 2021
Home / খবর / মুক্তি পাচ্ছে না অক্ষয়ের সিনেমা সুরিয়াভানসি

মুক্তি পাচ্ছে না অক্ষয়ের সিনেমা সুরিয়াভানসি


মুম্বাই, ১২ এপ্রিল – করোনা প্রকোপে সিনেমা জগতের এই দুর্দিনে বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত একমাত্র সিনেমা ‘সুরিয়াভানসি’।

আগামী ২ এপ্রিলকে সামনে রেখে ছবিটি মুক্তির জন্য বেশ আয়োজন করা হলেও নির্মাতা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মুক্তি পাচ্ছে না তারকাবহুল বিগ বাজেটের এ সিনেমাটি।

আরও পড়ুন : দুইদিনে পবন কল্যাণের ছবির আয় ৭১ কোটি রুপি

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা বেশ কিছু সিনেমার মাঝে অন্যতম একটি ছিল ‘সুরিয়াভানসি।’ দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্ধু এই সিনেমাটি নিয়ে পরিচালক অভিনেতাদের পরিকল্পনা ও প্রত্যাশা ছিল অনেক।

ভারতের সংক্রমণ যখন কমের দিকে; তখন ২ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা চিন্তা করে নির্মাতা প্রতিষ্ঠান। তবে মুম্বাইসহ ভারতের বেশ কিছু অঞ্চলে করোনা সংক্রমণ বাড়তে থাকলে এ সিদ্ধান্ত থেকে পিছু হাঁটেন সিনেমাটির পরিচালকসহ সবাই।

সিনেমাটির ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে, শুরু থেকেই ‘সুরিয়াভানসি’ নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা পরিচালক-প্রযোজকের। বেশ বড় বাজেটের সিনেমা হওয়ায় সুরিয়াভানসি নিয়ে কোনো প্রকার ঝুঁকিও নিতে চাচ্ছেন না তারা।

এন এইচ, ১২ এপ্রিল

web hit counter