Tuesday , 19 October 2021
Home / খবর / জটিলতা কাটিয়ে সেন্সরে মৌসুমী হামিদের সিনেমা

জটিলতা কাটিয়ে সেন্সরে মৌসুমী হামিদের সিনেমা


২০১০-১১ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘হাডসনের বন্দুক’ সিনেমাটি। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। সিনেমাটি নানা অনিশ্চয়তার মুখে পড়ে এখনও মুক্তি পায়নি।

সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। সম্প্রতি সব কাজ শেষ হয়ে সিনেমাটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। লকডাউন শেষ হলেই এটি সেন্সর সনদ পাবে বলে জানা গেছে। এটি মৌসুমীর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা।

সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্য ধারণের কাজ হয়েছে। মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।

সম্প্রতি মৌসুমী চুপিসরে শেষ করেছেন হৃদি হকের সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter