Tuesday , 19 October 2021
Home / খবর / তিন মাস রেস্ট ছাড়া তাহসানকে ছাড়বে না তানজিন তিশা

তিন মাস রেস্ট ছাড়া তাহসানকে ছাড়বে না তানজিন তিশা


আবির পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসা প্রায় তিন মাস। স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথামতো তিন মাস রেস্ট ছাড়া আবিরকে ছাড়বে না। সেজন্য একটা গেম খেলে আবিরকে ব্যস্ত থাকার ব্যবস্থা করে কুয়াশা। গেমটা একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যেটা আবির-কুয়াশার অজানা।

সেই না জানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিল বিষয় বের হয়ে আসে। সেখানে কুয়াশার কিশোরী বয়সের প্রেমের গল্প তাদের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায়। এমন গল্পে নির্মিত হয়েছে ‘টোনাটুনির ভালবাসা’

নাট্যনির্মাতা সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা। এ দুজনকে আবির আর কুয়াশা চরিত্রে দেখা যাবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে রাত ১০টায় প্রচার হবে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter