Wednesday , 30 November 2022
Home / খবর / লকডাউনে ঢাকার বাইরে চলছে নিরব-মিথিলার শুটিং

লকডাউনে ঢাকার বাইরে চলছে নিরব-মিথিলার শুটিং


‘অমানুষ’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি হলেন চিত্রনায়ক নিরব হোসেন ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছেন মিথিলা। এরই মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শেষ। পুরো লকডাউনে হয়েছে এর চিত্রায়ণ। বাকি শুধু গানের কাজ।

এদিকে, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ চলছে। জানা গেছে, ঘোষিত লকডাউন উপেক্ষা করে পরিচালক মামুন নিরব-মিথিলাকে নিয়ে ঢাকার বাহিরে গেছেন গানের শুটিংয়ে। কোথায় শুটিং করছেন তা এখনই জানাতে চান না তারা। নীরবে চলছে গানের দৃশ্য ধারণ। এর আগে ঢাকার অদূরে বিরুলিয়া, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ হয়।

বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। সিনেমাটিতে নিরব-মিথিলা ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। এছাড়াও রয়েছেন কাজী নওশবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter