Thursday , 28 October 2021
Home / খবর / কবরীর অবস্থা সংকটাপন্ন

কবরীর অবস্থা সংকটাপন্ন


কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত। গত ৫ এপ্রিল রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হল ৮ এপ্রিল মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমান এ অভিনেত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন।

বিষয়টি জানান অভিনেত্রীর ছেলে শাকের চিশতী। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, আম্মার শারীরিক অবস্থা ঝুঁকিতে রয়েছে। এই মহূর্তে কিছু বলতে পারবনা। সবাই আম্মার জন্য দোয়া করবেন।

জানা গেছে, করোনা আক্রান্ত হওয়া ছাড়াও কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন। এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter