Thursday , 28 October 2021
Home / খবর / নিজেকে নগ্ন অবস্থায় সুন্দর দেখতে চান দেবলীনা

নিজেকে নগ্ন অবস্থায় সুন্দর দেখতে চান দেবলীনা


অভিনেত্রী দেবলীনা কুমার, টলিপাড়ায় আলোচিত একটি নাম। যিনি ‘রঙ্গবতী গার্ল’ নামেও পরিচিত। এই অভিনেত্রী যাই করেন না কেন ভাইরাল হয়ে যায়। শরীরচর্চা এবং সাইকেলিং করতে ভালবাসেন দেবলীনা। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করেন এই অভিনেত্রী।

দেবলীনার ইনস্টাগ্রামে দেখা যায়, একটি সাহসী স্টোরি শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, আমার উদ্দেশ্য ওজন নিছক সংখ্যা বা আকারে আনা নয়। নিজেকে নগ্ন অবস্থাতেও সুন্দর দেখতে চাই। উত্তম কুমারের নাত বৌয়ের এমন পোস্ট মহূর্তেই ভাইরাল হয়ে যায়।

যদিও অভিনেত্রী নিজের শরীরচর্চায় বেশ নজর দেন। জিম থেকে যোগ এবং ডায়েট সবেতেই তার কড়া নজর। নিজের ওজন ধরে রাখতে শরীরচর্চায় নিয়মিত দেবলীনা। কোনওভাবেই জিমে যাওয়া মিস করেন না। শিগগিরই ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে বিচারকের আসনে দেখা যাবে দেবলীনাকে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter