Tuesday , 19 October 2021
Home / খবর / আবারো প্রেমে পড়েছেন পরীমনি

আবারো প্রেমে পড়েছেন পরীমনি


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সর্বশেষ তার ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তৌকীর আহমেদের পরিচালনায় এ সিনেমা দিয়ে বেশ আলোচনা পেয়েছেন পরী৷

বর্তমানে ব্যস্ত আছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’ সিনেমাগুলো নিয়ে৷ করোনার কারণে এগুলোর শুটিং আপাতত বন্ধ রয়েছে।

লকডাউনের ঘরবন্দী হয়ে সময় কাটছে পরীমনির। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাম নেই। প্রতিদিনই একাধিক ছবি ও স্ট্যাটাসে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। তার ভিড়েই গতকাল ২৩ এপ্রিল ফেসবুকে এক সুদর্শন যুবকের পোস্ট করে তাকে ভালোবাসার ঘোষণা দিলেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া।’

কে এই ছবির যুবক? আবার কে জায়গা করে নিলেন যুবকের হৃদয়ের রানী পরীর হৃদয়ে! এসব কৌতুহল জন্মেছে পরীমনির ভক্তদের মনে৷ অনেক ভক্তরা আবার খুঁজে বের করে ফেলেছেন তাদের প্রিয় তারকার ক্রাশের নাম পরিচয়৷

পরীমনির নতুন এ প্রেমিক মরক্কোর জনপ্রিয় গায়ক সাদ লামজাদ। তার গানের প্রেমে পড়ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। তাই পছন্দের গায়কের ছবি ফেসবুক ছবি পোস্ট করেছেন তার প্রতি ভালোবাসা জানিয়ে। সে নিয়েই তুলকালাম। এরআগে এই নায়িকা বেশ কয়েকবার প্রেমে পড়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

প্রসঙ্গত, পরীমনি সর্বশেষ শুটিং করেছেন ‘মুখোশ’ সিনেমায়৷ করোনার পরিস্থিতির জন্য আপাতত এর কাজ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের পর আবারও কাজ শুরু হবে।

অর্থসূচক/এমএস

সূত্র: অর্থসূচক

web hit counter