Tuesday , 19 October 2021
Home / খবর / করোনায় বলিউড অভিনেতা বিক্রমজিতের মৃত্যু

করোনায় বলিউড অভিনেতা বিক্রমজিতের মৃত্যু


মুম্বাই, ০১ মে – হিন্দি সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ বিক্রমজিৎ কনওয়ারপাল আর নেই। করোনা সংক্রমণের কারণে শুক্রবার সকালে মৃৃত্যু হয় ৫৫ বছর বয়সী এই অভিনেতার। করোনা সংক্রমণের কারণে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বহু চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের সাথে ‘২৪’-এ অভিনয় করেছিলেন তিনি।

অভিনেতা রোহিত রায় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। লেখেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি।’

বিক্রমজিত ভারতের হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। ২০০৩ সালে অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ শুরু করেন। এরপর থেকে বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অব অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি। ২০২০-র লকডাউনে ইউটিউবে ভিডিও শেয়ার করে সব দেশবাসীকে ঘরে থাকার আর্জি জানিয়েছিলেন এই অভিনেতা।

এন এইচ, ০১ মে

web hit counter