Tuesday , 19 October 2021
Home / খবর / শখের নতুন ছবি ভাইরাল

শখের নতুন ছবি ভাইরাল


জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখের আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ছবি ভাইরাল হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর ফেসবুকে দেখা গেলো গর্ভবতী শখের কিছু ছবি ভাইরাল হয়েছে।

বিশেষ করে স্বামীর সঙ্গে তার ছবিটি নজর কেড়েছে সবার। এই ছবিতে শখ স্বভাবতই অনেকটা মুটিয়ে গেছেন দেখা যাচ্ছে। তার শারীরিক পরিবর্তনও লক্ষণীয়।

অনেকে ছবিটি দেখে শখের আগেকার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে নানা রকম ‘বডি শেমিং’ করছিলেন। তারই প্রতিবাদে শোবিজের অনেক শিল্পী ও শখের অনুরাগীরা ছবিটি শেয়ার করছেন। সেই সঙ্গে মাতৃত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন শখকে।

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসায়ও থাকেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter