Wednesday , 30 November 2022
Home / খবর / বুবলীর নতুন সিনেমা রিভেঞ্জ, নায়ক রোশান

বুবলীর নতুন সিনেমা রিভেঞ্জ, নায়ক রোশান


ঢাকা, ০৩ মে – ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেধে টানা ১১টি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। এরপর ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ ছবিতে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাধেন তিনি। এর মধ্যে ‘চোখ’-এ নিরবের পাশাপাশি রোশানও ছিলেন।

তবে এবার রোশানের সঙ্গে জুটি বেধে নতুন আরও একটি ছবি করতে যাচ্ছেন বুবলী। নতুন ছবির নাম ‘রিভেঞ্জ’। এটি নির্মাণ করবেন প্রযোজক মো. ইকবাল। আজ সন্ধ্যায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

ইকবাল বলেন, ‘আমি অনেক ছবি প্রযোজনা করেছি। এবারই প্রথম পরিচালনায় নামছি। ছবি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে চাই না। এটি অ্যাকশন নির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরই মধ্যে মারপিটের অনুশীলন শুরু করেছেন।’

তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ছবির অন্যান্য কলাকুশলিদের নামও ঘোষণা করা হবে। ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ মে

web hit counter