Saturday , 8 May 2021
Home / খবর / তিশার ‘এন্টি হিরো’ তাহসান

তিশার ‘এন্টি হিরো’ তাহসান


মৌরি আর নাজিম সুখী দম্পতি। বছর দুয়েক হলো, বিয়ে হয়েছে। সুন্দর কাটছে তাদের সময়। একদিন তাদের শান্ত-নিরুত্তাপ জীবনে ঝড় হয়ে আসে মৌরির প্রাক্তন প্রেমিক অর্ক।

পাঁচ বছর আগে কোন এক ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যেকার সম্পর্ক ভেঙে গিয়েছিল। অর্ক আবার মৌরিকে তার জীবনে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। সে নাজিমকে ক্রমাগত থ্রেট দেয় মৌরিকে ডির্ভোস দেওয়ার জন্য। অর্ক বলে, ‘তিনজনের গল্পে আমি নায়ক, আর তুমি ভিলেন।’ এরপর ঘটতে থাকে নানারকম ঘটনা।

নাজিম উদ দৌলার রচনায় একক নাটক ‘এন্টি হিরো’ নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এটিতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা ও অর্ণব অন্তু।

জানা যায়, ঈদের দ্বিতীয় দিনে রাত ১১ টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘এন্টি হিরো’ নাটকটি।

সূত্র: বিনোদন২৪.কম

2021-05-03