Tuesday , 19 October 2021
Home / খবর / সেন্সর পেল ‘রেহানা মরিয়ম নূর’

সেন্সর পেল ‘রেহানা মরিয়ম নূর’


আনকাট সেন্সর পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বুধবার সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের একজন সদস্য জানিয়েছে, বুধবার সিনেমাটিত প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সিনেমার সংশ্লিষ্টরা সেন্সর সনদ পেতে পারেন।

এর আগে গেল রবিবার ‘রেহানা মরিয়ম নূর’ সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’।

এরপর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter