Saturday , 8 May 2021
Home / খবর / ১৩ বছর পর একসঙ্গে অপূর্ব-তিশা

১৩ বছর পর একসঙ্গে অপূর্ব-তিশা


এক সময় নিয়মিত জুটি বেঁধে কাজ করতেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। তবে ২০০৮ সালের পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। ১৩ বছরের সেই বিরতি কাটিয়ে আসছে ঈদের দুটি নাটকে দেখা যাবে অপূর্ব ও তিশাকে। নাটক দুটি পরিচালনা করবেন মহিদুল মহিম ও শিহাব শাহীন।

মহিদুল মহিম বলেন, তার নাটকের নাম ‘রক রবীন্দ্র’। শুটিং শুরু হবে আগামী ৬ মে। শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান নির্মাতা।

মাঝে নাটকে অভিনয় করলেও গত বছর একটি গেম শোতে একসঙ্গে অংশ নেন তারা। তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’-এ অতিথি হয়েছিলেন অপূর্ব, সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়াও। এটি এনটিভিতে প্রচার হয়েছিল।

সূত্র: বিনোদন২৪.কম

2021-05-04