Tuesday , 19 October 2021
Home / খবর / শান্ত খানের নায়িকা হতে ঢাকায় আসছেন কৌশানী

শান্ত খানের নায়িকা হতে ঢাকায় আসছেন কৌশানী


ঢাকা, ২০ সেপ্টেম্বর – ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এ জন্য আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন তিনি। ‘পিয়া রে’ সিনেমায় তাকে শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

সেলিম খান বলেন, ‘কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন তিনি। ২ অক্টোবর কলকাতা ফিরে যাবেন। এরপর আবার ঢাকায় দ্বিতীয় লটের শুটিং করা হবে।’

কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

এন এইচ, ২০ সেপ্টেম্বর

web hit counter