Monday , 17 May 2021
Home / খবর / দীর্ঘ বিরতির পর আবারও জুটি হতে যাচ্ছেন অপূর্ব ও তিশা

দীর্ঘ বিরতির পর আবারও জুটি হতে যাচ্ছেন অপূর্ব ও তিশা


ঢাকা, ০৪ মে– দীর্ঘ বিরতির পর আবারও নাটকে জুটি হতে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। শিহাব শাহিনের পরিচালনায় ‘সে বউয়ের টাকায় চলে’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘রক রবীন্দ্র’ নাটকে তাদের দেখা যাবে।

আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকটির শুটিং শুরু হবে আগামী ৭ মে থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে। অন্য নাটকটির শুটিং শিগগিরই শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। নাটক দুটি প্রচার হবে আসছে ঈদে যে কোনো বেসরকারি চ্যানেলে।

নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ঈদের নাটকে দর্শকের প্রত্যাশা বেশি থাকে। আবারও তিশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, এই জুটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’

এ নাটকের পাশাপাশি শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘দ্য বক্স’-এর দ্বিতীয় সিজনেও দেখা যাবে অপূর্ব আর তিশাকে। তিশার উপস্থাপনায় এবার অপূর্ব প্রতিযোগিতায় মুখোমুখি হবেন তার এক ভক্তের।

এম এন / ০৪ মে

web hit counter