Wednesday , 30 November 2022
Home / খবর / অপূর্ব কেন বৌ তিশার টাকায় চলে!

অপূর্ব কেন বৌ তিশার টাকায় চলে!


জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা এবার একক নাটক নিয়ে হাজির হচ্ছেন। ২০০৮ সালের পর তাঁদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। নতুন খবর হলো, সেই দর্শকপ্রিয় পুরনো জুটি আবারও পর্দায় ফিরছেন প্রায় ১৩ বছর পর। ঈদের আগেই শুরু হতে যাচ্ছে শুটিং।

নাটকের নাম ‘সে বউয়ের টাকায় চলে’। এ নাটক দিয়েই একসঙ্গে ফিরছেন অপূর্ব-তিশা জুটি। আলফা আই-এর ব্যানারে এবং শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

শিহাব শাহীন বলেন, এটি একটি রোমান্টিক কমেডি ড্রামা। নাটকটির নাম পরিবর্তন হতে পারে। এবার ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। ’ শাহরিয়ার শাকিল বলেন, ‘অনেক বছর পর পর্দায় ফিরছে অপূর্ব-তিশা জুটি।

এটা দর্শকদের জন্য ভালো খবর। সামনে এ জুটির আরও কাজ আসবে। ’ আরও একটি নাটকে দেখা যাবে অপূর্ব-তিশা জুটিকে। নাটকের নাম ‘রক রবীন্দ্র’। এটি পরিচালনা করবেন মহিমুদল মহিম। এদিকে শাহরিয়ার শাকিলের নির্মাণে ‘দ্য বক্স’ গেম শোর সেকেন্ড সিজনে হাজির হচ্ছেন জনপ্রিয় জুটি অপূর্ব-তিশা।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter