Wednesday , 27 October 2021
Home / খবর / টাঙ্গুয়ার হাওর মাতালেন পুজা চেরী

টাঙ্গুয়ার হাওর মাতালেন পুজা চেরী


ঢাকা, ২২ সেপ্টেম্বর – দুপুরে যখন মুঠোফোনে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে কথা হলো, জানালেন তিনি সুনামগঞ্জে। ফোনে শোনা যাচ্ছে, বাতাসের শোঁ শোঁ শব্দ। নায়িকা জানালেন, ‘হৃদিতা’ সিনেমার শেষ দিনের শুট করছেন তিনি। টাঙ্গুয়ার হাওরে শেষ একটি গানের দৃশ্য ধারণ চলছে।

কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা ও ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করছেন এবিএম সুমন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পাওয়া এই সিনেমার গানের শুটের জন্য পূজা সুনামগঞ্জে গিয়েছেন ১৮ সেপ্টেম্বর।

এই আলাপচারিতার পর পূজার কাছে জানতে চাওয়া, তাহলে সুনামগঞ্জ থেকে সরাসরি টাঙ্গাইল যাচ্ছেন নাকি? কিছুটা ভেবে পূজার উত্তর, ‘আমি এখনও এ ব্যাপারে কিছু জানি না আর বলতেও চাই না।’

পূজার এই না বলতে চাওয়ার কারণ, চলতি সপ্তাহে শাকিব খানের বিপরীতে তাঁর যে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু করার কথা, সেটা নিয়ে এখনও গণমাধ্যমে মুখ খোলার আভাস তাঁকে দেওয়া হয়নি।

তবে পূজা জানিয়েছেন, পরবর্তী সিনেমার জন্য ওজন বাড়িয়েছেন তিনি। তাঁর ভাষ্যে সেটা এমন, ‘আগে আমার ওজন ৫০ কেজি ছিল, সেটা এখন ৫৪-৫৫ কেজি।’

২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, ‘চলতি সপ্তাহে টাঙ্গাইলের মহেরায় শুট শুরু হবে। শাকিব খান যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর। মাসব্যাপী সিনেমাটির শুট হবে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।’

এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে প্রথম বার জুটি বাঁধছেন শাকিব খান-পূজা চেরি।

এম এস, ২২ সেপ্টেম্বর

web hit counter