Thursday , 1 December 2022
Home / খবর / এ যেন এক ভিন্ন নিরব

এ যেন এক ভিন্ন নিরব

মাথায় চুল ছোট। গলায় তাবিজ ঝুলানো, চেহারায় নির্মমতার ছাপ। যে কেউ দেখলেই বলে উঠবে যেনো গহীন জঙ্গলের ভয়ংকর বনদস্যু। এমনি এক লুকে হাজির হলেন নায়ক নিরব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘অমানুষ’এর ফার্ষ্ট লুক। এই ফর্ষ্ট লুকে ভয়ংকর অমানুষ রুপে দেখা গেলো নিরবকে। আর তার সাথে আছেন মিথিলা। পোস্টারে নিরবকে অমানুষ রুপে হাজির করা হলেও মিথিলাকেও হাজির করা হয়েছে ভয়ংকর নারী রুপে। তাই ছবিটিতে আসলে অমানুষ চরিত্রে কে অভিনয় করছেন প্রশ্ন এখন সেটাই

নিরব সিনেমায় নিয়মিত হলেও মিথিলার প্রথম ছবি। ছবিটি ঘোষণার পর থেকে আলোচনায় রয়েছে। ছবির প্রথম জুটি হলেও নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

বান্দরবান ও সাভারের বিরুলিয়ার বিভিন্ন লোকেশনে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

পরিচালক মামুন জানালেন, আর পাঁচদিন শুটিং করলেই শেষ হবে ‘অমানুষ’ এর কাজ।


আগের খবরঅক্সিজেনের অভাবে মৃত্যু ‘গণহত্যার চেয়ে কম নয়’: এলাহাবাদ হাইকোর্ট
পরের খবর লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি


সূত্র: অর্থসূচক

web hit counter