Thursday , 1 December 2022
Home / খবর / সোনুু সুদের কারণে প্রাণ বাঁচলো ২২ করোনা রোগীর

সোনুু সুদের কারণে প্রাণ বাঁচলো ২২ করোনা রোগীর


ব্যাঙ্গালোরের আরাক হাসপাতালে মঙ্গলবার অক্সিজেন ঘাটতি দেখা দেয়। তবে এই ঘাটতি মেটাতে এগিয়ে আসেন অভিনেতা সোনু সুদের টিম।

মঙ্গলবার সোনু সুদের দাতব্য সংস্থার কাছে একটি ফোন আসে। জরুরি ফোন পেয়ে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করেন। এতে প্রাণে বেঁচে যান ২২ জন করোনা রোগী।

এরইমধ্যে ঐ হাসপাতালে ২ জন রোগী অক্সিজেনের অভাবে মারা গেছেন। এরপর ফোন পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় সোনু সুদের টিম। কয়েক ঘণ্টার মধ্যেই আরও ১৫টি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেন তারা। ফলে প্রাণ ২২ জন করোনা আক্রান্ত রোগীর।

সোনু সুদ জানান, এই সংকটে দেশবাসীর পাশে দাঁড়াতে তার টিম বদ্ধপরিকর। ফোন পাওয়া মাত্রই সময় নষ্ট না করে প্রথমে সমস্যা যাচাই করি। এরপর সারা রাত অন্য কোনো কথা না ভেবে আমরা শুধু হাসপাতালটিকে যে করেই হোক অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছি। আর একটুও যদি দেরি হতো তাহলে বেশ কয়েকজন প্রাণ হারাতেন।

এই অভিনেতা বলেন, রাতারাতি যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমার টিমের সঙ্গে এগিয়ে আসেন পুলিশও। রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় পুলিশ তাদের গাড়ি করে পৌঁছে দেন। এ জন্য তাদের কাছে বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাই।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter