Wednesday , 30 November 2022
Home / খবর / বিয়ের জন্য পাত্রের চান সানিয়া

বিয়ের জন্য পাত্রের চান সানিয়া


বিয়ের জন্য প্রস্তুত বলিউডের ‘দঙ্গলকন্যা’ সানিয়া মালহোত্রা। এই মহূর্তে পাত্র খুঁজছেন তিনি। কেমন পাত্র পছন্দ ২৯ বছর বয়সী সানিয়ার। এই বিষয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

এ সাক্ষাৎকারে সানিয়া বলেন, আমি একা, তাই বিয়ের জন্য প্রস্তুত আছি। বিয়ের জন্য পাত্রকে উদার, ভালো মানুষ হতে হবে। মানসিক এবং আত্মিক চেতনায় সে যেন উদ্বুদ্ধ হয়। আমাদের মানসিকতা একই রকমের হলে দারুণ হবে। যারা সাক্ষাৎকারটি পড়বেন, তারা এ রকম পাত্রের সন্ধান পেলে জানাবেন।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সানিয়া অভিনীত ‘পাগলাইত’ সিনেমা। এতে বিয়ের ছয় মাসের মাথায় সানিয়ার স্বামী মারা যায়। স্বামীর বিধবা বেশেই দেখা গেছে। সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

সানিয়া অভিনীত ‘লাভ হোস্টেল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রযেছে। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, বিক্রান্ত মাসে। এ ছাড়া নেটফ্লিক্সের ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter