Wednesday , 30 November 2022
Home / খবর / যে চরিত্র বদলে যায়, সেটাই চাই: কঙ্কনা

যে চরিত্র বদলে যায়, সেটাই চাই: কঙ্কনা


কলকাতা, ০৬ মে – বাণিজ্যিক নায়িকার স্লটে কখনোই নিজেকে ফিট করতে চাননি প্রতিভাবান অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। তাই বলে যে সবসময় গুরুগম্ভীর আর্ট ফিল্মই বেছে নিয়েছেন, তা-ও নয়।

বক্স অফিসে ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এবং জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রী জানালেন, তিনি তথাকথিত সুবোধ ও নীতিতে অটল থাকে এমন লক্ষ্মী মেয়ের চরিত্রে অভিনয় করতে চান না।

‘অভিনয় করার জন্য আপনার আগে একটা কারণ খুঁজে বের করা চাই। কখনও সেটা হতে পারে চিত্রনাট্য, কখনও পরিচালক। অথবা আপনার চরিত্রকে নিয়ে যে ঘটনাপ্রবাহ আছে সেটাও হতে পারে কারণ। আমি চাই আমার চরিত্রটা হবে ভঙ্গুর, যেটা ক্রমাগত বদলে যায়। মানে ঠিক দেহসর্বস্ব নয়। প্রথাগত চরিত্রের অফার প্রায়ই আসে। কিন্তু সেগুলো করতে চাই না।’

টাইমস অব ইন্ডিয়াকে কঙ্কনা সেন শর্মা আরও জানালেন, ‘আমি ওই চরিত্রটাই ভালোবাসি, যা সারাক্ষণ বদলে যেতে থাকে। এমন কিছু ব্যতিক্রম চরিত্র ইদানীং দেখা যায়।’

আর এ ধরনের চরিত্রের জন্য ওটিটি প্ল্যাটফর্মকে সেরা হিসেবে রায় দিয়েছেন কঙ্কনা। ‘ওটিটি নিয়ে চমৎকার ব্যাপারটা হলো এতে কোনও সেন্সরশিপ নেই। শুধু কনটেন্ট নয়, ধরনের দিক থেকেও দারুণ স্বাধীন ওটিটি। তবে এর সমস্যাও আছে। আমরা এখানে সবসময় ভালো জিনিসটা খুঁজে পাই না।’

মা অপর্না সেনের পরিচালনায় কদিন আগেই নতুন ছবির শুটিং শেষ করলেন কঙ্কনা। জানালেন, ‘ছবিটার নাম এখনও ঠিক হয়নি। তবে কাহিনিটা হলো একটি ধর্ষণ ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে। আমাদের ভাগ্য ভালো যে, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগেই শুটিং শেষ করতে পেরেছি।’

এন এইচ, ০৬ মে

web hit counter