Tuesday , 26 October 2021
Home / খবর / মসজিদে নামাজ পড়ে মন্দির-গির্জাতেও গেলেন সারা

মসজিদে নামাজ পড়ে মন্দির-গির্জাতেও গেলেন সারা


গনেশ পূজা করে কয়েকদিন আগেই নেটিজনদের রোষানলে পড়েন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাইফ আলি খানের কন্যা হয়ে কীভাবে পূজা করেন? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে সমালোচনাকে পাত্তা দেননি তিনি।

এবার কাশ্মীরে ঘুরতে গিয়েও একই কাজ করলেন সারা। মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এ অভিনেত্রী। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছেন। এখানে থেমে থাকেননি সারা।

এরপরের ছবিতে দেখা যায়, কাশ্মীরের মন্দিরেও ঘুরে বেড়িয়েছেন সারা। মন্দিরে গিয়ে করজোড়ে প্রণাম করেছেন। মাথায় কাপড় দিয়ে দরগাতেও হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়েছেন তিনি। প্রার্থনা করতে গিয়েছিলেন গির্জাতে। সে ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। সামনে তাকে ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নাম্বার ১’। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter