Tuesday , 26 October 2021
Home / খবর / শাকিবের জন‌্য সাজগোজ করছেন পূজা

শাকিবের জন‌্য সাজগোজ করছেন পূজা


ঢাকা, ২৩ সেপ্টেম্বর – প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ নামে এ সিনেমায় দেখা যাবে কিং খানকে।

এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলে শাকিবের সঙ্গে দেখা হবে পূজার। এজন‌্য পার্লারে গিয়ে সাজগোজ করছেন এই নায়িকা।

পূজা চেরী বলেন, ‘শাকিব খানের বিপরীতে প্রথমবার নায়িকা হয়েছি। এটা আমার জন্যে অনেক আনন্দের, ভালো লাগার। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে ৮ কেজি ওজন বাড়িয়েছি। আজ চুল ঠিক করতে পার্লারে এসেছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বাকিটা দর্শকরা বলবেন সিনেমা মুক্তির পর।’

এই সিনেমায় বড় লোকের মেয়ের চরিত্রে অভিনয় করবেন পূজা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে টাঙ্গাইলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। শাকিব খান-পূজা চেরী ছাড়াও এতে অভিনয় করছেন সুচরিতা, আলীরাজ, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। এর গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।

এন এইচ, ২৩ সেপ্টেম্বর

web hit counter