Wednesday , 30 November 2022
Home / খবর / দশ হাজার শ্রমিকে সানি লিওনের খাদ্যসহায়তা

দশ হাজার শ্রমিকে সানি লিওনের খাদ্যসহায়তা


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তান্ডবে দিশেহারা ভারত। পরিস্থিতি সামাল দিতে অনেক এলাকায় চলছে লকডাউন। ফলে বিপাকে পড়েছে সেখানকার নিম্ন আয়ের মানুষেরা। এমন পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের সাহায্যার্থে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি।

উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওনি যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা দিচ্ছেন। শুধু সানি লিওনই নয়, অনেক তারকাই এগিয়ে এসেছেন দুস্থ মানুষদের সাহায্যার্থে।

কয়কেদিন আগেই পাঁচ হাজার করোনাযোদ্ধাকে খাদ্যসহায়তা দেন সালমান খান। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।

এ ছাড়া ও রুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই করোনার এই সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter