Thursday , 1 December 2022
Home / খবর / প্রখর রোদে দাঁড়িয়ে খাবার বিতরণ করছেন জ্যাকুলিন

প্রখর রোদে দাঁড়িয়ে খাবার বিতরণ করছেন জ্যাকুলিন


মুম্বাই, ০৭ মে– বলিউডের এ সময়ের অন্যতম অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বড় বাজেট ও বড় তারকাদের সঙ্গে বরাবরই দেখা যায় তাকে। এবার দেখা গেল ভিন্ন এক ভূমিকায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, প্রখর রোদে দাঁড়িয়ে অসহায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন জ্যাকুলিন। ক’জনই বা ভাবতে পেরেছিলেন এই দৃশ্য!

বলিউডের অনেক তারকাই করোনা মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সে পথে হাঁটলেন লঙ্কান সুন্দরী জ্যাকুলিনও।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মহামারির সময় ১ লাখ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও মুম্বাই পুলিশকে মাস্ক ও স্যানিটাইজারের মতো পণ্যের জোগান দেবেন তিনি।

মানুষের পাশে দাঁড়াতে নিজের একটি সংস্থা তৈরি করেছেন জ্যাকলিন, নাম রেখেছেন ইউ অনলি লিভ ওয়ানস বা সংক্ষেপে ‘ইয়োলো’। সেই সংস্থার পক্ষ থেকেই সমাজসেবামূলক কাজ করতে এগিয়ে এসেছেন স্বয়ং অভিনেত্রী।

জ্যাকুলিনের হাতে বর্তমানে বেশ কিছু ছবি রয়েছে। এর মধ্যে ভুত পুলিশ ও কিক টু অন্যতম। এ ছাড়া ১৩ মে মুক্তি প্রতীক্ষিত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমান খানের সঙ্গে একটি আইটেম গানে পারফর্ম করেছেন। গানটি ইতিমধ্যে অনলাইনে উন্মুক্ত হয়েছে।

এম এন / ০৭ মে

web hit counter