Thursday , 1 December 2022
Home / খবর / করোনা আক্রান্ত কঙ্গনা

করোনা আক্রান্ত কঙ্গনা


মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বিভিন্ন ইস্যুতে অযাচিত মন্তব্য করে বিতর্কিত কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (০৭ মে) করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।

আজ শনিবার (০৮ মে) ইনস্টাগ্রামে নিজেই তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন কঙ্গনা।

ইনস্টাগ্রামে কঙ্গনা বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

পরীক্ষা কারানোর আগে হালকা জ্বর হয়েছিল কঙ্গনার। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি, সঙ্গে ছিল চোখ জ্বালা। এ কারণে হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। আর তাতেই শরীরে করোনা ধরা পড়ে। এখন তিনি আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন।

করোনা আক্রান্তের খবরের পাশাপাশি তিনি আরও জানান, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। সবাইকে উপদেশ দিয়ে বলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসকে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

অর্থসূচক/কেএসআর

সূত্র: অর্থসূচক

web hit counter