Wednesday , 30 November 2022
Home / খবর / নিজের যৌনতা নিয়ে মুখ খুললেন দীপিকা

নিজের যৌনতা নিয়ে মুখ খুললেন দীপিকা


বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পর্দা ও বাস্তব জীবনের কেমিস্ট্রি দর্শকমহলে বেশ জনপ্রিয়। তবে বিয়ের আগেও প্রেম-লিভ ইন সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা। সম্প্রতি নায়িকার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজের যৌন জীবন নিয়ে কথা বলেছেন।

তখন অবশ্য সাত পাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। দীপিকা বলেন, ‘আমার কাছে যৌনতা মানে শুধু শারীরিক সুখ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগও। আমি কোনও সম্পর্কে থাকাকালীন কাউকে ঠাকাইনি।’

তিনি বলেন, ‘যদিও আমি আমার সঙ্গীকে ঠাকাব তাহলে সম্পর্কে জড়িয়ে কেন থাকব, তাহলে তো সিঙ্গল থেকে জীবনের মজা উপভোগ করাটা ভালো। যদিও সবাই এমনটা ভাবে না। সেই কারণেই আমাকে অনেকবার কষ্ট পেতে হয়েছে অতীতে।’

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter