Tuesday , 26 October 2021
Home / খবর / ফকির আলমগীরের নামে খিলগাঁওয়ে সড়ক

ফকির আলমগীরের নামে খিলগাঁওয়ে সড়ক

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের নামে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কের নামকরণ করা হচ্ছে।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল আমরা এই সংবাদ পেয়েছি। বিষয়টা আমাদের জন্য অনেক ভালো লাগার। সেই সড়কটিই বাবার নামে হচ্ছে যেখানে তিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন।’

গতকাল রোববার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় সড়কটির নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।

ফকির আলমগীর গত ২৩ জুলাই মারা গেছেন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

অর্থসূচক/এমএস


আগের খবর‘দেশে দুর্নীতি রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই’
পরের খবর কৃষিবিদ ফিডের আবেদনর তারিখ নির্ধারণ


সূত্র: অর্থসূচক

web hit counter