Wednesday , 30 November 2022
Home / খবর / ভাইরাল সেই ঝিলিক

ভাইরাল সেই ঝিলিক


মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয়ে হাতেখড়ি হয়। আর তারপরেই শুরু হয় তার কলকাতার টিভি সিরিয়াল ‘মা’ তে অভিনয়। তুমুল জনপ্রিয় হয়ে উঠে ছিল সিরিয়ালটি। সেই সিরিয়ালে কোঁকড়া চুল আর তার মায়াবী চোখ নিয়ে গলায় আদো আদো সুর জিতে নিয়েছিল মানুষের মন। এবার বুঝেই গেছেন এতক্ষণ ধরে কার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেই ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথির বসুর কথা।

এখন তাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি তার উপস্থিতির জানান দেন নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। তবে সম্প্রতি পোস্ট করা ‘হট’ ছবির সুবাদে কটূক্তির শিকার হয়েছেন তিথি বসু। তবে তা পাত্তা দেননি এই অভিনেত্রী।

পোস্ট করা বিভিন্ন ছবিতে রীতিমতো ‘বোল্ড’ অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। অভিনেত্রীর ‘হট’ অবতারের সেইসব ছবি যে তার ফলোয়ার্স ও অনুরাগীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তা ছবির লাইক ও কমেন্টের সংখ্যা থেকেই স্পষ্ট। মুহূর্তেই ছবি ভাইরাল হয়ে যায়। কদর্য ভাষায় তাকে আক্রমণ করেছে একাধিক ট্রোলার। তবে এসব ট্রোলিং,কটূক্তিকে পাত্তা দেননি তিনি।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter