Tuesday , 26 October 2021
Home / খবর / সাইফ-কারিনার সুখী দাম্পত্যের রহস্য – Binodonnews24

সাইফ-কারিনার সুখী দাম্পত্যের রহস্য – Binodonnews24


মুম্বাই, ০১ অক্টোবর – বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। প্রায় এক দশকের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান— তৈমুর ও জাহাঙ্গীর আলী খান। বেশ সুখেই কাটছে তাদের সংসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের সুখী দাম্পত্যের রহস্য জানিয়েছেন সাইফ। এই অভিনেতার মতে, সঙ্গী কি করবে বা করবে না এটি নিয়ে খবরদারি করা সুখী দাম্পত্যের রহস্য নয়। তিনি বলেন, ‘এটি কখনোই একটি সুখী দাম্পত্যের রহস্য হতে পারে না। সঙ্গী যা করতে চায় তাকে সেটি করতে দেওয়া উচিত।’

সাধারণ একা থাকতেই পছন্দ করেন সাইফ। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম, পার্টি পছন্দ করেন কারিনা। তাকে এসব বিষয়ে কখনোই বাধা দেন না সাইফ। এই অভিনেতার ভাষায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনেক চমৎকার লাগে। সে একসঙ্গে অনেক কাজ করতে পারে। নারী হয়ে সে এটি করতেই পারে। সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে দেখে এটিই তার ধ্যান-জ্ঞান সেটি বলতে পারেন না।’

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। অপরদিকে, সম্প্রতি সাইফের ‘ভূত পুলিশ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়া ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমা দেখা যাবে তাকে। ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। আর লঙ্কেশ বা রাবণ চরিত্রে থাকবেন সাইফ।

এন এইচ, ০১ অক্টোবর

web hit counter