Tuesday , 26 October 2021
Home / খবর / মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান!

মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান!


মুম্বাই, ০৩ অক্টোবর – বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান ও কন্যা সুহানা, দুজনই বারবার আলোচনা-সমালোচনায় আসছেন। এবার মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ানের আটক হওয়ার খবর পাওয়া গেছে।

আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইন্ডিয়া টুডের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখপুত্র।

শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ, তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএমের মতো প্রচুর টাকার মাদক।

এন এইচ, ০৩ অক্টোবর





web hit counter