Tuesday , 26 October 2021
Home / খবর / মাদকের পার্টি থেকে আটক হলেন শাহরুখপুত্র!

মাদকের পার্টি থেকে আটক হলেন শাহরুখপুত্র!


মাদকের পার্টি থেকে আটক হলেন বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান। জানা গেছে, আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মুম্বাই থেকে গোয়াগামী এক বিলাসবহুল ক্রুজে চলছিল মাদক সেবন সহ উদ্দাম পার্টি। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

বিলাসবহুল ক্রুজ কর্ডেলিয়াতে মাদক সেবন হবে এমন একটা খবর আগেই পেয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। তারা যাত্রী সেজে উঠে পড়েন ওই ক্রুজে। যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনভাবেই শুরু হয় উত্তাল মাদক সেবন। অনেকেই প্রায় বেহুঁশ হয়ে পড়ে বলে খবর। এরপরই ১০ জনকে আটক করে এনসিবি।

এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, শাহরুখের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনও অভিযোগ এখনও আনা হয়নি, বা গ্রেপ্তারও হয়নি। তার ফোনটি বাজেয়াপ্ত করে তা পরীক্ষা করা হচ্ছে। মাদক সেবনের সঙ্গে তার কোনও সম্পর্ক আছে কিনা তা দেখা হচ্ছে।

১০ জনকে আটক করার পাশাপাশি প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। কোকেন, এমডিএম, হাশিশের পরিমাণ দেখে আধিকারিকদের মাথায় হাত। এত মাদক এই ক্রুজে কীভাবে জোগাড় হল এবার তা নিয়েও তদন্ত চলছে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter