Tuesday , 26 October 2021
Home / খবর / বাবা মা হিসেবে প্রথম ছবি দিলেন যশ-নুসরাত

বাবা মা হিসেবে প্রথম ছবি দিলেন যশ-নুসরাত


কলকাতা, ০৫ অক্টোবর – বাবা মা হওয়ার পর প্রথমবার একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিলেন টালিগঞ্জের নায়িকা সাংসদ নুসরাত জাহান ও অভিনেতা যশ দাসগুপ্ত।

ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়, নুসরাত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্মদিন পালন করতে গিয়েছিলেন নুসরাত এবং তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত। সেখানে তোলা একটি সেলফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন যশ।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন যশ ও নুসরাত দু’জনই। প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দু’পাশ থেকে তাঁকে জড়িয়ে ধরেছেন ‘যশরত’। ছবিটি তুলছেন যশ নিজেই।

যশ এই ছবিটি স্টোরিতে দেওয়ার পর নুসরাত সেটিকে শেয়ারও করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে সদ্য কাজে ফিরেছেন নুসরাত জাহান। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ-র আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান এ সাংসদ-তারকা। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কেটেছেন তিনি। মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরাত।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত বলেন, আমার পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানকার মানুষজনও আমার পরিবার। মা হওয়ার পর ছয় সপ্তাহও বিশ্রাম নেইনি। তার আগেই কাজে বেরিয়েছি। তবে আমার গোটা টিম এখানে (বসিরহাটে) কাজ করেছে। এখানে আমার আসার থেকেও মানুষের কাজ হওয়াটা বেশি জরুরি।

এন এইচ, ০৫ অক্টোবর

web hit counter