Wednesday , 30 November 2022
Home / খবর / বিজয় একাই নিচ্ছেন ১০০ কোটি টাকা!

বিজয় একাই নিচ্ছেন ১০০ কোটি টাকা!


হায়দ্রাবাদ, ১৬ মে – সিনেমাটির বাজেট সব মিলিয়ে ১৭০ কোটি রুপি আর তামিল সুপারস্টার বিজয় নাকি ওই সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৯০ কোটি রুপি। টাকার হিসাবে সে তো পেরিয়েছে ১০০ কোটির ঘর। এমনই গুঞ্জন সামাজিক পাতায়।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের খবর, গুঞ্জন চাউর হয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে তামিল তারকা থালাপথি বিজয়ের। সামাজিক পাতায় যেসব খবর উড়ছে, তা যদি বিশ্বাস করেন, তবে এ তামিল অভিনেতা ‘মহর্ষি’ পরিচালক ভামশি পেডিপ্যালির সঙ্গে হাত মেলাচ্ছেন। আর এ সিনেমাটি নাকি প্রযোজনা করবেন বিখ্যাত প্রযোজক দিল রাজু।

মজার ব্যাপার হলো, থালাপথি বিজয়কে নাকি নাম ঠিক না হওয়া ওই সিনেমার জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক দেওয়া হচ্ছে। সেটা কত জানেন? গুনে গুনে ৯০ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ১০০ কোটি টাকার বেশি। শুধু তা-ই নয়, এ গুঞ্জনও চাউর, ওই সিনেমার মোট বাজেট প্রায় ১৭০ কোটি রুপি।

যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিজয়ের ভক্ত-অনুরাগীরা এখনই সামাজিক পাতায় এ খবর উদযাপন করছেন। তাঁদের আশা, খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা শুনবেন। যদি এ খবর সত্য হয়, তবে কোভিড-পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই অফিশিয়াল ঘোষণা আসবে।

বিজয় এখন তাঁর ৬৫তম সিনেমা নিয়ে ব্যস্ত, যেটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। অবশ্য করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে শুটিং আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে মুম্বাই ও চেন্নাইয়ে শুট হবে। সান পিকচার্সের প্রযোজনায় সিনেমাটিতে বিজয়ের নায়িকা পূজা হেজ। এই অ্যাকশন-এন্টারটেইনারে যোগী বাবুকেও দেখা যাবে।

এন এইচ, ১৬ মে

web hit counter