Tuesday , 26 October 2021
Home / খবর / পুড়ে যাওয়া মুখ নিয়ে ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ হলেন সাইনি

পুড়ে যাওয়া মুখ নিয়ে ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ হলেন সাইনি


কলেজে পড়ার সময় মারাত্মক একটি গাড়ি দুর্ঘটনায় পুরো মুখ পুড়ে গিয়েছিলো শ্রী সাইনির। এই পুরে যাওয়া মুখ নিয়েই এবার ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা-২০২১’ হলেন সাইনি।

এর মাধ্যমে প্রথম ভারতীয়-আমেরিকান কোনো নারী এই শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন তিনি।

তার এই সফলতার পিছনে রয়েছে কঠিন একটা পথ। শৈশবে তার বয়স যখন ১২ তখন এক পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এজন্য তাকে হার্টে পেসমেকার পড়তে হয়। আর কলেজে পড়ার সময় মারাত্মক একটি গাড়ি দুর্ঘটনায় পুরো মুখ পুড়ে যায় তার।

মিস ওয়ার্ল্ড আমেরিকার মুকুট মাথায় ওঠার পর তিনি জানিয়েছেন, ‘আমি খুশি। একটু ভয়ও করছে। এই সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত।’

এন এইচ, ০৬ অক্টোবর

web hit counter