Thursday , 1 December 2022
Home / খবর / শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে প্রিয়াঙ্কার স্বামী

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে প্রিয়াঙ্কার স্বামী


শুটিং সেটে আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী জনপ্রিয় মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস। শনিবার (১৫ মে) শুটিংয়ের সময় চোট পান নিক। এরপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, নিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার ‘দ্য ভয়েস’-এর শুটিং সেটে ফিরবেন নিক, তেমনই খবর মার্কিন পপ তারকার ঘনিষ্ঠমহল সূত্রে।

আরও জানা যায়, বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন নিক। অন্যদিকে তার স্ত্রীর বলিউড তারকা প্রিয়াঙ্কা রয়েছেন লন্ডনে। গত বছরের শেষের দিকেই ব্রিটিশ যুক্তরাজ্যে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা, সেখানে বেশ কিছু সিনেমার শুটিং করেছেন।

অন্যদিকে নিক ব্যস্ত রয়েছেন ‘দ্য ভয়েস’-এর শুটিং নিয়ে। মাস কয়েক আগেই নিজের নতুন অ্যালবাম ‘স্পেসম্যান’ লঞ্চ করেছেন নিক। সেই অ্যালবামের মিউজিক ভিডিওতে দেখা গেছে প্রিয়াঙ্কাকেও।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter