Wednesday , 30 November 2022
Home / খবর / জুটি বাঁধলেন অপু-জয়

জুটি বাঁধলেন অপু-জয়


হিটম্যান ছবিতে অপু বিশ্বাসের সহশিল্পী ছিলেন জয় চৌধুরী। এবার প্রথমবারের মতো তার নায়ক হয়ে বড় পর্দায় আসছেন জয়।

সোমবার থেকে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের ছবিটির শুটিং শুরু হয়েছে। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটির ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় শুটিং।

প্রথম লটে একটানা ১২ দিন শুটিং করা হবে। অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter