Wednesday , 30 November 2022
Home / খবর / মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী

মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী


করোনার জন্য গত বছর অনুষ্ঠিত হয়নি মিস ইউনিভার্সের আসর৷ তাই আগ্রহটা ছিলো এবার সবার দ্বিগুন৷ কে হবেন ইউনিভার্সের সেরা সুন্দরী।

গত রোববার ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিলো মিস ইউনিভার্সের ৬৯তম আসর।

এবার সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা। তিনি পেছনে ফেলেছেন সারা বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

সারা দুনিয়ার নেটবাসীদের শুভেচ্ছায় ভাসছেন এই সুন্দরীরা৷

অর্থসূচক/এমএস

সূত্র: অর্থসূচক

web hit counter