Wednesday , 30 November 2022
Home / খবর / ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ!

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ!


মুম্বাই, ১৯ মে – আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তওকত’ ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। তওকতের আঘাতে ভেঙে পড়েছে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবাড়ি, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতেই ঝড়ে উপড়ে পড়া গাছের সামনেই উদ্দাম নৃত্য জুড়ে দিয়েছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা সিং। সেই ভিডিও আবার আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যা দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে খ্যাতি পান দীপিকা। ভিডিওর পরে আবার ভেঙে পড়া গাছের ডাল ধরে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। নেটিজেনরা তাকে এই ধরনের ভিডিও পোস্ট না করার পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার এভাবে বাইরে ঘুরে বেড়াতেও নিষেধ করেছেন।

‘আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ’, কটাক্ষ করে এমন মন্তব্যও করা হয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটারেও সমালোচনা করেছেন নেটিজেনরা। এমন কাণ্ডে অভিনেত্রীকে ‘নির্বোধ’ও বলা হয়েছে।

এন এইচ, ১৯ মে

web hit counter