Tuesday , 26 October 2021
Home / খবর / প্রেমের কথা স্বীকার করলেন রাকুল

প্রেমের কথা স্বীকার করলেন রাকুল


মুম্বাই, ১০ অক্টোবর – ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী।

রোববার (১০ অক্টোবর) রাকুলের জন্মদিন। বিশেষ দিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রাকুলের সঙ্গে হাত ধরে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকি ভাগনানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব।’

বর্তমানে রাকুলের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এম ইউ/১০ অক্টোবর ২০২১

web hit counter